কয়েক দিন ঢাকা,ব্রাহ্মনবাড়িয়া, কুমিল্লা,চিটাগং করার পরে বাড়িতে ফেরার পথে দুটি গড়ুর হাটে একটু ডু মারলাম।অনেক দিন পরে আজ সকালে খামারে এসে ঘন্টা দুয়েক পরে আবার একটা হাটে গেলাম।এতটা পথ মটরসাইকেল জার্নী এখন আর শরির পার্মিট করেনা। আমার টার্গেট ছোট সাইজের গরু মোটাতাজা। এই মনে করেন ২০০০০-২৫০০০ টাকার মধ্যে।অভিজ্ঞজনের পরামর্শ চাই।