আমরা আজ খাদ্যে সয়ংসম্পূর্নতা অর্জন করলেও নিরাপদ খাদ্য উৎপাদন অতি নগন্য। নিরাপদ খাদ্য উৎপাদনটা কৃষি খাত থেকেই শুরু করতে হবে।আর প্রথমেই আমাদের মাটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনকে হবে।মাটিতে হারান জৈব উপাদান প্রয়োজনিয় পর্যায় উন্নিত করতে হবে।
কেঁচো সার উৎপাদন, ব্যাবহার সম্প্রোসারন করতে পারলেই কেবল মাত্র সেটি সম্ভব।তাছারা কেঁচো সার উৎপাদনে স্থানিয় কঁচা মাল,উৎপাদন প্রক্রিয়ার সহজ মাধ্যম, কেঁচো সারের থেকে প্রাপ্ত ৯-১৪ টি নির্দোষ রাসয়নিক উপাদান,হরমোন, এ্যানজাইমের প্রাপ্যতার নিশ্চয়তাকে ব্যাবহার করে আমরা চাষারাই পারি নিরাপদ খাদ্যেরর নিশ্চয়তা দিতে।
মূখপাত্র,
সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি,
বাংলাদেশ ভার্মীকম্পোষ্ট উৎপাদক এ্যাঃ
কথাঃ০১৭১১০৫৭২৭৬/০১৯১৭৯৮৩০২২
7 Oct 2016