আমার ব্যার্থতার সাতকাহান।
আমার ব্যার্থতার সাতকাহানের আর এক নাম শ্যাওলা (স্থানিয় ভাষায় কাটা শ্যালা),এবং কচুরিপনা।ছবিতে আমার বাড়ির সামনের খালে ভেসে যাচ্ছে শ্যাওলা।
পার্শবর্তী মাঠগুলোতে প্রচুর পরিমানে প্রাকৃতিক ভাবে উৎপাদিত শ্যাওলা কৃষকের মরন ফাদ তৈরী করেছে(কৃষকদের ভাষায়)।এদের প্রকোপে ধান উৎপাদন ব্যাহত হচ্ছে।কৃষক রবি মৌসুমে চাষাবাদের জন্য জমি তৈরীর প্রস্তুতি হিসাবে মাঠ থেকে খাল,নদিতে শ্যাওলা নামিয়ে দিচ্ছে। এতে করে কৃষকের প্রচুর শ্রমিক ব্যায় হলেও শ্যাওলা নির্মূল করতে পারছে না।পূনরায় দ্রুত ধানের জমি ছেয়ে ফেলছে শ্যাওলা।
আমার উপজেলার এক প্রান্তে বিল অঞ্চলে এই জঞ্জাল শ্যাওলা এবং কচুরিপনাকেই চাষীরা তাদের প্রতি সৃষ্ঠিকর্তার আশির্বাদ হিসাবে এদের ব্যাবহার করে কৃষি উৎপাদনে ব্যাপক অবদানের আন্তর্জাতিক স্বিকৃতি পেলেও মাত্র ২০/২৫ কিঃমিঃ দুরের চাষীরা এই সম্পদকে ব্যাবহার করতে না পারার কারনে জঞ্জাল মনে করছে।
এ ব্যার্থতা আমারই।আমি আমার চাষীদের তৈরী করতে পারিনি।পারিনি ওদের প্রয়োজনিয় সময় দিতে।
এবার এই জঞ্জাল নিয়ে কিছুদিন মাতামাতি করে দেখি।আবারও “জাগো বাংলাদেশে”র গড়ে তোলা “অর্গানিক ফ্রেন্ডস ক্লাবে”র সন্ধ্যা কালিন কৃষক সমাবেশে সময় দেয়া শুরু করব আজ থেকেই।
দেখি এই জঞ্জালকে আশির্বাদে রুপান্তর করা যায় কিনা!এ নিয়া ট্রাইকো কম্পোষ্ট করা যায় কি না?গত দিন এ ব্যাপারে “পল্লি উন্নয়ন একাডেমি”র ডঃ জাকারিয়া স্যারের সাথে প্রাথমিক কথা হয়েছে।
বন্ধরা,উল্লেখিত বিষয়ে আপনাদের অভিজ্ঞ মতামত,পরামর্শ প্রত্যাশায় এই পোষ্ট।এ বিষয় বাস্তব কোন জ্ঞান আমার নেই।এটা যেন “স্বপ্ন বাস্তবায়নে অন্ধকারে যুদ্ধ করা।
নির্বাহী পরিচালক,
জাগো বাংলাদেশ।
কথাঃ০১৭১১০৫৭২৭৬/০১৯১৭৯৮৩০২২
Email:Jagobangladesh720@gmail.com
10 Oct 2016