পরিবেশ বাদীদের প্রতি চাষার বিনীত উপস্থাপনা।

পরিবেশ বাদীদের প্রতি চাষার বিনীত উপস্থাপনা।

জলবায়ু ও পরিবেশ নিয়ে যে সকল ব্যাক্তি, সংগঠন কাজ করছেন তাদের প্রতি “বাংলাদেশ ভার্মীকম্পোষ্ট উৎপাদক এ্যাসোসিয়েশ”নের বিনীত উপস্থাপনা এই যে……..

যেহেতু……

১।বাংলাদেশের ভূমির সর্ববৃহৎ অংশ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কৃষক ব্যাবহার করছে।

২।ফসলি জমি ছারাও বাগান-বাড়ি,সরকারি রাস্তায় বনায়ন,জলাশয়ে মৎস উৎপাদন সকল ক্ষেত্রে কৃষক জরিত।

৩।কৃষক আধুনিক শিক্ষায় শিক্ষিত নয়।

৪।কৃষক নির্বিচারে রাসয়নিক সার ও কিটনাশক ব্যাবহার করে।

৫।কৃষকের ব্যাবহার করা ক্ষতিকর রাসয়নিক সার ও কিটনাশক ফসলি জমি, জলাশয়, ইকো ব্যালেন্সের কিট পতঙ্গ, জলজ প্রানী ধ্বংশ করে আমরা এখন ধ্বংশের দ্বারপ্রান্তে।

৬।যেহেতু জৈব ব্যাবস্থায় সফল ভাবে ক্ষতি এরিয়ে লাভ জনক কৃষি উৎপাদন সম্ভব।

৭।কেঁচো সার জৈব সারের মধ্যে অন্যতম গুনাবলি সমৃদ্ধ।

৮।কেঁচো সার একের ভিতরে অনেক।

৯।কেঁচো সার ব্যাবহারে সহজ পদ্ধতি এবং স্খানিয় কাঁচামাল ব্যাবহার হয়।

১০।কেঁচো সার পরিবেশ বান্দব।

১১।কেঁচো সার পারে রাসয়নিক সার আমদানির রাষ্ট্রিয় অর্থ স্বাস্রয় করতে।

তাই এখনই আমাদের কৃষি,মাটি,জলবায়ু ও পরিবেশ বাঁচাতে এখনই পরিবেশবাদী ব্যাক্তি,সংগঠনকে সম্মিলিত ভাবে কেঁচো সার উৎপাদন,ব্যাবহার সম্প্রোসারনে কাজ করতে হবে।আসুন সবাই মিলে প্রানের দেশটাকে,মায়ের দেশটাকে আগামি সন্তানের বাসযোগ্য করে গড়ে তুলি।

মূখপাত্র,

সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি,

বাংলাদেশ ভার্মীকম্পোষ্ট উৎপাদক এ্যাঃ

০১৭১১০৫৭২৭৬/০১৯১৭৯৮৩০২২

10 oct 2016

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Only For you

website © 2024 All Rights Reserved. Designed by Jago Agro Solution

Scroll to Top