বন্ধুরা,
শুভ সন্ধ্য।বাগান প্রেমি বন্ধুদের তথ্য আদান প্রদান,নতুন ভ্যারাইটি বিষয় তথ্য,বাগান বিষয় পরামর্শ,বাগান সৃজনে সহযোগিতা মুলক মনোভাব, একের উপস্থাপনায় অন্যের উৎসাহ সমন্ময়ে বাগান প্রেমিদের সৃজনশীল একটি গ্রুপ
পরিচালনার উদ্যেশ্যে Mirza Al Raji ভাইয়ের সহযোগিতা ও পরামর্শে “বাংলাদেশ বাগান সোসাইটি “নামে গ্রুপ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।
বাগান বোদ্ধাদের সমন্ময়ে পরিচালিত এ গ্রুপে বাগান বিষয় দক্ষ একটি এডমিন প্যানেলে
থাকছে একাধিক কৃষিবিদ।
বাগানিদের সেবা দিতে এডমিন প্যানেল সর্বদা আপনাদের পরামর্শ ও সহযোগিতা কামনা করছে।
আপনাদের সেবায় আগামি দিন সম্নানিত এডমিন প্যানেল ঘোষনা করা হবে।
ধন্যবাদান্তে,
চাষা মোঃ বদরুল হায়দার বেপারী।
০১৭১১০৫৭২৭৬/০১৯১৭৯৮৩০২২
16 Oct 2016