কেঁচো সার এবং কৃষি নিয়ে উত্তর-পশ্চিমাঞ্চলের স্বপ্নবাজ এক নেওয়াজ ভাইয়ের ইকো- ভিলেজ।
কেঁচো সার এবং কৃষি নিয়ে স্বপ্নবাজ Mahmud Nayaz ভাই উত্তর-পশ্চিমাঞ্চলের জেল গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একবারপুর গ্রামে অবহেলিত কৃষক ও কৃষি উন্নয়নে গড়ে তুলেছেন BioScience Agro নামে ইকো ভিলেজ।
কৃষকদের আধুনিক সমন্মিত কৃষি বিষয় ধারনা ও উৎসাহিত করতে তার ইকো ভিলেজে
কৃষকদের সমন্মিত কৃষির পূর্নাঙ্গ ধারনা দিতে গরু মোটাতাজা করন,দুগ্দ উৎপাদন,মৎস্য চাষ,অর্গানিক কৃষি পন্য(তরি-তরকারি,শব্জি,ফল,দানা জাতিয় ফসল)উৎপাদন।গরুর গোবরকে অর্থনৈতিক গুরুত্ব তৈরী করতে বায়োগ্যাস,বায়ো স্যালারি দিয়ে কেঁচো সার উৎপাদন,কেঁচো সারের রাসয়নিক(নির্দোষ)উপাদানের মান বৃদ্ধিতে ব্যাবহার করছেন কলাগাছ,কচুরিপনা,শ্যাওলা ও খামার এবং তরিতরকারির উচ্ছিষ্ঠাংশ।
ইকো ভিলেজ এলাকার চাষীদের আধুনিক সমন্মিত কৃষি বিষয় প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ পরবর্তী বাস্তব শিক্ষায় তার ইকো-ভিলেজে ঘন্টা চুক্তিতে কাজ করে কৃষকের জন্য প্রশিক্ষণনের সাথে সাথে আয় করার চমৎকার একটি সুযোগ এলাকার কৃষকদের মধ্যে ইতি মধ্যে উদ্দিপনার সৃষ্টি করেছে।
ভ্যাটেনরীতে মাষ্টার্স করে ইউরোপ, আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানে উর্ষনিয় পদে চাকুরি করেও মাটির টানে, প্রানের টানে নীজ গ্রামে উন্নত দুনিয়ার কৃষির চ্যালেঞ্জ মোকাবেলায় মায়ের দেশের মাটি, কৃষক এবং কৃষিকে যুগ-উপযোগি করে গড়ে তুলতে সাধ্য মত ভামিকা রাখতে গড়ে তোলা তার প্রতিষ্ঠানের মাধ্যমে কৃষককে আনন্দ দিতে তার প্রতিষ্ঠানের আয়োজনের নাটক,সাংস্কৃতিক অনুষ্ঠানের গল্প, তার রুরাল কমিউনিটির কার্যক্রম, ফুড ব্যাংক ভাবনা, কলাগাছের বহুবিদ ব্যাবহার সহ তার ভবিষৎ পরিকল্পনার গল্প শুনছিলাম মুগ্দ হয়ে তার খামার বাড়ির অফিসে।
ঘুরে ফিরে কৃষকের অলস সময়কে কিভাবে ব্যাবহার করার সম্ভাবনা,ঘরে ঘরে কিভাবে শিল্পকারখানা গড়ে তোলা যায়।আশে পাশের ফেলনা, সস্তা পন্যকে কিভাবে আর্থীক রুপায়নে নিয়ে আসা যায়,কত সহজে ব্যায় কমিয়ে জৈব উপায়ে নিরাপদ কৃষি উৎপাদন করে অধিক মূল্য পেতে পারে কৃষক এমন হাজারও ভাবনা গুলোকে বলতে বলতে মাঝে মাঝেই আনমনা হয়ে বলেছে, “আমরাই পাল্টে দিতে পারি কৃষিটাকে,দেশটাকে”।
মাসিক প্রায় ৪০মেঃটন উৎপাদনে থাকা কেঁচো সারের প্রকল্পের উৎপাদিত সার বিক্রয়ের অর্থ ব্যায় করেন কৃষক কমিউনিটি ডেভলপমেন্টে।
গাইবান্ধার আশেপাশের বন্ধুরা কেঁচো সার উৎপাদন ও ব্যাবহার বিষয় জানতে ঘুরে আসতে পারেন ইকো-ভিলেজটি।কেঁচো সার পেতে যোগাযোগ করতে পারেন প্রকল্পের দ্বায়িত্বে থাকা সজ্জন মোঃ আস্রাফুল আলম দিপু (০১৭৪৮৯২৫৬০০) ভাইয়ের সাথে।
Mahmud Nayaz ভাইঃ০১৭৩০৭৯৭১২২
Mahmud Nayaz ভাইয়ের স্বপ্নের সাথি হব আমরা আগামি বাংলাদেশের।।
মূখপাত্র,
সহ-সভাপতি,কেন্দ্রীয় কমিটি,
বাংলাদেশ ভার্মীকম্পোষ্ট উৎপাদক এ্যাঃ
কথাঃ০১৭১১০৫৭২৭৬/০১৯১৭৯৮৩০২২