বাস্তবে এটা সম্ভব, কারণ টমেটো ও বেগুন একই পরিবারের উদ্ভিদ। তাই, বেগুন গাছে টমেটো বা টমেটো গাছে বেগুন গাছের গ্রাফটিং (কলম) করা যায়। আর কলম পদ্ধতিও সহজ, সাধারণ ভি গ্রাফটিং ( V grafting ) পদ্ধতিতে এটি করা যায়।
*ছবিতে সহজ করে দেখানো হয়েছে আর কমেন্টে বিস্তারিত লেখা রয়েছে ।
আসন্ন শীতে এই অভিনব কলম পদ্ধতি টি নিজ বাগানে অব্যষই করে দেখবেন।